• সাম্প্রতিক

    কম্পিউটারে আউটসোর্সিং করতে হলে কি করতে হবে. কি কাজ শিখলে ভাল হয় ?

    কম্পিউটারে আউটসোর্সিং করতে হলে কি করতে হবে

    কি কাজ শিখলে ভাল হয় ? 

    আমি কি ৩/৬ মাসে কাজ শিখতে পারবো ?


    অনেকে দেখি এইরকম পোস্ট দেন, প্রথমে আমি বলবোঃ-----


    - আপনার কোন কাজের প্রতি ইন্টারেস্ট বেশি? আপনার কি মনে হয় আপনি গ্রাফিক্স / ওয়েব রিলেটেড কাজ শিখবেন ? অনেকের থাকেনা আমি যদি গ্রাফিক্স সিখি তাইলে ভাল কিছু করতে পারবো, বা আমি যদি ওয়েব শিখি আমি ভাল কিছু করতে পারবো, সো আপনার ইন্টারেস্ট কোনটাতে সেটা আগে খুজে বের করুন, আপনার জেই কাজ টা ভাল লাগে সেই কাজটা করুন তাহলে সহজে সাক্সেস হতে পারবেন, যেটা কাজ ভাল লাগে সেই কাজ ই করা উচিৎ

    যদি আপনার কোন কিছু সম্পর্কে আইডিয়া না তাকে তাহলেঃ---


    ১. গ্রাফিক্স ডিজাইন
    ২. ওয়েব ডিজাইন / ওয়েব ডেভেলপমেন্ট 
    ৩. অ্যানিমেশন 
    ৪. ডিজিটাল মার্কেটিং
    ৫. এফিলিয়েট মার্কেটিং 
    ৬. সিপিএ 
    ৭. ভিডিও এডিটিং

    উপরের অপশন গুলার মধ্যে আপনাকে আগে খুজে বের করতে হবে আপনার কিসে ইন্টারেস্ট, কেউ একজন আপনাকে বলল কিছু একটা শিখতে আপনি ও শিখা শুরু করলেন, কিছু দিন পর আপনার ভাল লাগ্লোনা, তখন ত ঝামেলা

    উপরের বিষয় গুলা নিয়ে আগে ইউটিউব/গোগলে ঘাটাঘাটি করেন, প্রত্যেকটা ব্যাপার দেখেন কোনটা আপনার বেশি ভাল লাগে, আপনার কাছে যেটা ভাল মনে হবে সেই কাজটাই মন দিয়ে শিখুন, যেমন আমার গ্রাফিক্স ভাল লাগত তাই আমি গ্রাফিক্স শিখেছি, আমি অনেক কে দেখেছি জাদের গ্রাফিক্স ভাল লাগেনা কোডিং ভাল লাগে, সে কোডিং নিয়েই কাজ করে করে, অনেকের আবার অ্যানিমেশন ভাল লাগে, অনেকের ওয়েব , আপনি আগে ভাবুন আপনি কি কাজ করবেন, তারাহুরার কিছু নাই, ২-৩ দিন বা ৭দিন সময় নেন, সব কিছুর ব্যাপারে কিছু আইডিয়া নেন, তারপর জেটা ভাল লাগে, সেই কাজটাই শিখুন

    (যদি কোন কিছু সম্পর্কে আইডিয়া না থাকলে ও কখনো কখনো কাজ করতে করতে ভাল লাগা শুরু করে, তবে নিজের পছন্দ থাকতে সেটা সবচেয়ে ভাল)

    - হ্যাঁ আপনি পারবেন ৬ মাসের মধ্যে এক্সপার্ট হয়তো হবেন, আর ফুল এক্সপার্ট না হলে ও আপ[নি ভাল পর্যায়ে চলে যাবেন, তবে যদি ৬ মাস কাজে লাগান , ৬ মাস সময় নিলেন কিন্তু একদিন কাজ করে ৩-৪ দিন কাজ শিখলেন্না তাইলে ত হবেনা, কাজে লেগে থাকতে হবে

    কথা হচ্ছে ৩/৬ মাসে কি কাজ শিখতে পারবো এইটা ভাব্লে ত হবেনা, আগে ত শুরু করেন, তারপর আপনি নিজেই বুঝে যাবেন আপনার ৩ মাস লাগবে নাকি ৬ মাস নাকি ১ বছর, সব কিছু আপনার উপর ডিপেন্ড করে,

    সবচেয়ে বড় কথা হচ্ছেঃ


    -প্রফেশনাল যেকোনো কাজের ই ডিমান্ড আছে 
    -শর্ট কার্ট কোন কিছুই ভাল না

    আপনি যদি এক্সপার্ট হন / ভাল কাজ জানেন আপনার কাজের অভাব হবেনা

    ধন্যবাদ

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad